পৃথিবীটা নাকি - গৌতম চক্রবর্তী
Bm...................
পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটলাইট আর কেবলের হাতে
..........................C
ড্রইং রুমে রাখা বোকা বাক্সতে বন্দী।
..........Bm..........C
আহা হা হা। আ হা আহা হা হা।
............Bm
আহা হা হা। আ হা
Bm...................
ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
..........................C
ঘুচে গেছে দেশ কাল সীমানার গন্ডি
..........Bm............C
আহা হা হা। আ হা আহা হা হা।
...........Bm......
আহা হা হা। আ হা
Bm..................................A
ভেবে দেখেছোকি তারারাও যত আলোকবর্ষ দূরে
............G
তারও দূরে
.......F#..............Bm
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
Bm....................
সারি সারি মুখ আসে আর যায়
নেশাতুর চোখ টিভি পর্দায়
.........................C
পোকামাকরের আগুনের সাথে সন্ধি
Bm C
আহা হা হা। আ হা আহা হা হা।
............Bm
আহা হা হা। আ হা ।
1 Comment
Janoika
এইটা একটা খুব কাজের ব্লগ বানাইছেন ভাই৷ যদি সেই সঙ্গে সরগমটাও লিখেন তবে সোনায় সোহাগা হইতে পারে৷
October 1, 2013 at 12:22 AM
Reply to "পৃথিবীটা নাকি - গৌতম চক্রবর্তী"