আমার পথচলা - আর্টসেল
G—-Cadd9—-Bm—-Cadd9–Dsus4– –G———–Cadd9——-
Bm Cadd9 Dsus4-
আমার পথচলা… আমার পথে
G Cadd9
যেন বেলা শেষে… আকাশ তার মোহে
G Cadd9
আমার স্বপ্ন আমার সাথে...
Em B D C D
আমার স্বপ্ন আমার সাথে
Em B D C D
যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে খুঁজে পাই
G Cadd9 Bm Cadd9 Dsus4
খুঁজে পাই জীবনের তীর
জীবন কে কোন স্বপ্ন ভেবে
আমি কার আশাতে
G Cadd9 Dsus4
আমি কার আশাতে… ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে… বাঁধা পড়েছে জীবন যে
কত সুর কল্পনা, কত মিথ্যে অভিনয়ে
কষ্টের প্রতিটি ক্ষন, শোনায় তার আহবান
আমার আলোয় আলোকিত হতে চেয়ে
আঁধারে মিলায়
আমি আজ নেই তবু
কত সুর উঠে বেজে
তোমার এই গানের মাঝে
আমার বেলা শেষে
স্বপ্ন ফিরে আসে
পৃথিবীর দূর দেশে
জীবন কে কোন এক স্বপ্ন ভেবে
আমি কার আশাতে
A—-D–E
0 Comments
Reply to "আমার পথচলা - আর্টসেল"